Skip to Content
Filters

author.name

নুসরাত তাজরী

নুসরাত তাজরী একজন বইপ্রেমী মানুষ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অঙ্গনে ক্লাসের ফাঁকে ফাঁকে পড়তেন রাজ্যের বই। তার কাঁধের ব্যাগে ফিকশন বা ননফিকশনের একটি বা দুটি বই সর্বদা থাকতে হতাে। এই বই প্রেম গড়ে তােলার পেছনের অনন্য কারিগর তার মা। অবসর ও ছুটির দিনগুলােয় তার মা বই ও পত্রিকা নিয়ে বসতেন। মায়ের গায়ের সাথে লেপটে থাকতেন নুসরাত। মা পড়তেন, নুসরাত শুনতেন। বই প্রেম গড়ে তােলার দ্বিতীয় কারিগর তার দুই ভাই শামসুল হুদা রাজু ও কামরুল হাসান রেজা। তারা বিভিন্ন ঘরানার বই দিয়ে নিরব বাড়িটি সরব করে তুলেছিলেন। এক বাড়ি ভর্তি নীরবতা, মা ও বই ; এভাবেই কেটেছে তার শৈশব ও কৈশর। বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে মনােবিজ্ঞান ও ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন। বইয়ের বাইরে তার অন্য প্রেম রং তুলি। ছবি আঁকেন। গল্প, কবিতা ও উপন্যাস লেখেন। অনুবাদ করেছেন অর্ধ ডজন গ্রন্থ। কলমের আঁচড় ছড়িয়ে দিতে চান বহুদূর