Skip to Content
Filters

author.name

নুসরাত সুলতানা সেঁজুতি

নুসরাত সুলতানা সেঁজুতি বাবা মায়ের দেয়া বড়ো আদরের নাম। নামটা দেয়ার সময়েও হয়ত তারা ভাবেননি, এই নাম একদিন কোনো বইয়ের পাতায় লেখক পরিচিতিতে যোগ হবে। দেখতে দেখতে তার বইয়ের সংখ্যা তিনের কোঠায় দাঁড়িয়েছে। এছাড়াও, অনলাইন প্ল্যাটফর্মে তিনি নিয়মিত লেখালেখি করেন। বইটইয়েও একজন প্রথম সাড়ির লেখক তিনি । “বৈরী হাওয়ায় প্রেমের গান" বইটিতে তিনি খুব নির্ভেজাল একটি প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন। তার বাকি লেখাগুলোর মতো এই বইটিও পাঠকের হৃদয় ছুঁতে সফল হোক, এটুকুই চাওয়া!

Books by the Author