Skip to Content
Filters

author.name

নূরুল হক

নূরুল হক মর্ত্যলােকে পদার্পণ: ২৫ নভেম্বর, ১৯৪৪, নেত্রকোনা। প্রয়াণ: ২২ শে জুলাই, ২০২১। যােগ্যতাপ্রণয়ন: স্নাতকোত্তর, বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্তবযাপন: মাতৃভূমির ডাকে যুদ্ধ সেক্টর এগারােয় নিজেকে সােপর্দ করা, ১৯৭১। দীর্ঘদিন সরকারি কলেজে শিক্ষকতা করার পর ২০০৪ সালে অবসরগ্রহণ। বইপত্রসাধন সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায় (নিরন্তর প্রকাশন, কবিতা, ২০০৭)। একট গাছের পদপ্রান্তে (বিভাস, কবিতা, ২০১০)। মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা, কবিতা, (নান্দনিক, ২০১২)। শাহবাগ থেকে মালােপাড়া, কবিতা, (খেয়া, ২০১৪)। এ জীবন খসড়া জীবন, কবিতা, (খেয়া, ২০১৫)। কবিতা সমগ্র, কবিতা (চৈতন্য, ২০২০) শম্ভুনাথ চট্টোপাধ্যায়, কবিতার দিকে একজন, গদ্য (বেহুলা বাংলা, ২০১৭) শাশ্বতের অন্তরালে (চৈতন্য, ২০২২) অঞ্জলিশােভন খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, ১৪১৯।