Skip to Content
Filters

author.name

নেয়ামুল নাসির

নেয়ামুল নাসির নেয়ামুল নাসির-এর পৈতৃক নিবাস বাগেরহাট সদর থানার ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘােড়া দীঘির উত্তর পাড়ের মগরা গ্রামে। হযরত পীর খান জাহান আলী (রাঃ)-এর বাড়ির সঙ্গে তার বাড়ি হওয়ায় সুনিপুণ স্থাপত্যশিল্প এবং নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে তার বেড়ে ওঠা । তিনি পিতা মকবুল হােসেন এবং মাতা মনােয়ারা বেগম এর কনিষ্ঠ পুত্র, জন্ম ৯ জুন। লেখাপড়ার হাতেখড়ি নিজ গ্রামের মগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্কুলজীবন থেকে তার লেখালেখি শুরু। হলেও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক নানা প্রতিবাদী এবং সমসাময়িক বিষয়ে কবিতা লিখে খ্যাতি অর্জন করেন। স্ত্রী আয়েশা সিদ্দিকা (সীমা), পুত্র ম্যারাডােনা নাসির এবং কন্যা ডায়না নাসিরকে নিয়ে তার একান্ত ভুবন। অমর একুশে গ্রন্থমেলা ২০২১শে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মধ্যবিত্ত পাঠক মহলে সমাদৃত হয়েছে।

Books by the Author