Skip to Content
Filters

author.name

নোমান বজলুর রহমান

নােমান বজলুর রহমান নােমান নামেই তার পরিচিত। কুমিল্লা চৌদ্দগ্রামের ধনুসাড়ার বিআলী নিকুঞ্জে তাঁর জন্ম ১৯৫৮ সালে। তিনি শিক্ষা জীবন শুরু করেন মাদ্রাসা থেকে, দাখিলে স্ট্যান্ড, ফাজিল ও। উচ্চমাধ্যমিকে ডি.পি আই স্কলারশিপ নিয়ে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স। পেশাগত জীবনে তিনি একজন সমাজকর্মী ও মাইক্রোফাইনান্স স্পেশালিষ্ট। ৩৮ বছর ধরে তিনি খ্যাতনামা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশা এবং বর্তমানে টিএমএসএস এর উচ্চপদে কর্মরত। দরিদ্র জনগােষ্ঠির আত্মসামাজিক উন্নয়ন ও দেশের দারিদ্র বিমােচনে তাঁর দীর্ঘজীবনের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর স্ত্রী হাসিনা। আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী ছিলেন। তাদের বড় ছেলে মশিউর রহমান ও তার স্ত্রী শেখ নিলুফার ইয়াসমিন, দুজনই বিসিএস ধারী সরকারি ডাক্তার এবং বর্তমানে পিজিতে কর্মরত। ছােট ছেলে আযাদউর রহমান এবং তার স্ত্রী আনিকা বেনজীর, দুজনই বােয়েটিয়ান এবং বর্তমানে । কানাডায় আলবার্টা ইউনির্ভাসিটিতে পিএইচ.ডি করছেন। সততা, স্বচ্ছতা, ন্যায়নীতি ও সুশৃঙ্খল জীবন, তাঁর পরিবারের মূল আদর্শ।