Skip to Content
Filters

author.name

পাশা মোস্তফা কামাল

পাশা মোস্তফা কামাল জন্ম ১৯৬৫ খ্রিস্টাব্দের ৫ই মার্চ নােয়াখালীর সােনাইমুড়ি উপজেলায়। গ্রামের নাম সােনাপুর। পিতা-মুজিবুর রহমান। মাতা-খালেদা আখতার।। পড়াশােনা- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি। ১৯৯৪ থেকে ২০১৯ দীর্ঘ সময়ে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ সব মিলিয়ে মাত্র ২২টি বই প্রকাশিত হয়েছে। তার। কোনাে কিছুতেই সিরিয়াস না, কিন্তু সব কিছুতে সময় দেন। লেখালেখির মতাে গান করা, ম্যান্ডােলিন, তবলা, দোতারা এগুলাে বাজানাে নিতান্তই তার শখের বিষয়। উনিশ বছর ধরে শিশুতােষ পত্রিকা ‘ঝুমঝুমি’ প্রকাশ করে চলেছেন প্রাণের টানে। ভালােবাসেন শিশুদের জন্য কাজ করতে। তিনি বিসিএস তথ্য ক্যাডারের একজন সদস্য। কাজের অবসরে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপৃত রাখেন নিজেকে। পেশাগত কাজে জার্মানি, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমীরাত, সুইজারল্যান্ড, ভারত, নেপাল, ভূটান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, ব্রাজিল, চীন, কাতার, পােল্যান্ড ও মালয়েশিয়াসহ বহু দেশ ভ্রমণ করেছেন তিনি।