Skip to Content
Filters

author.name

পি. আর. প্ল্যাসিড

পি আর প্ল্যাসিড জন্ম ১৯৬৪ সাল, ২৯ মে।। ১৯৯১ সাল থেকে জাপান প্রবাসী। বাবা মাথিয়াছ রিবেরু, মা রােজা রিবেরু। দুজনই এখন প্রয়াত। দেশে তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমিলিয়া ইউনিয়নস্থ রাঙ্গামাটিয়া মিশন এবং গ্রাম। পড়াশােনা সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়, নটরডেম কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জাপানে প্রথম অনলাইন বাংলা পত্রিকা বিবেকবার্তা-র সম্পাদক তিনি। জাপানে বাংলাদেশকে তুলে ধরার জন্য বাংলাদেশের উপর বিভিন্ন অনুষ্ঠান এবং ডকুমেন্টারী তৈরী করেছেন। এছাড়া বিবেক কোম্পানীর প্রেসিডেন্ট তিনি। লেখালেখি তার সখ হলেও তার লেখা এবং অন্যান্য কাজের মধ্যদিয়ে সমাজ বদলানাের কথা বলেন তিনি। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তার লেখা গল্প দিয়ে টিভি নাটকও নির্মাণ করছেন। লেখালেখির জন্য এপর্যন্ত বেশ কিছু পুরস্কার এবং সম্মাননাও পেয়েছেন।

Books by the Author