প্রত্যয় বন্দ্যোপাধ্যায়
প্রত্যয় বন্দ্যোপাধ্যায় ১১ আগস্ট, ১৯৬২ হাওড়ার শিবপুরে জন্ম। অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ও শিক্ষিকা শুক্লা বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র। রাণীগঞ্জ ও পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং এম. ফিল উপাধি লাভ। অধ্যয়ন ও অধ্যাপনায় বিদগ্ধ অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের অত্যন্ত পছন্দের মানুষ। বামপন্থী চিন্তাবিদ ও সংগঠক হিসাবে অল্প বয়সে সকলের দৃষ্টি আকর্ষণ। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের একনিষ্ঠ ও কর্মচঞ্চল শাখা সম্পাদক। ছোটবেলা থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ প্রকাশ এবং সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যতম আলোচক হিসাবে যোগদান। ২০১০ সালে ২৮ এপ্রিল কর্কট রোগে আক্রান্ত এই অদম্য। প্রাণশক্তির চির নির্বাপণ।