Skip to Content
Filters

author.name

প্রদীপ দেব

প্রদীপ দেব জন্ম ১৯৬৭ সালে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপােড়া গ্রামে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনােলজি থেকে মেডিকেল ফিজিকসে এমএস এবং মেলবাের্ন ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিকসে পিএইচডি করেছেন। বর্তমানে। মেলবাের্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড। বায়ােমেডিকেল সায়েন্সের শিক্ষক ও গবেষক।