Skip to Content
Filters

author.name

প্রদ্যোৎ ভট্টাচার্য

প্রদ্যোৎ ভট্টাচার্য পিতা- মধুসূদন ভট্টাচার্য্য, মাতাকালিমতি দেবী ১৯৩৫ সালে নড়াইলের ভণ্ডখালী গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি নড়াইল রামকৃষ্ণ আশ্রম এ বাল্য শিক্ষা, কলিকাতা সিটি স্কুলে। মাধ্যমিক, কলিকাতা বঙ্গবাসী কলেজ থেকে উচ্চ। শিক্ষা লাভ করেন। ১৯৬৩ সালে নড়াইল ভিক্টোরিয়া। কলেজে কর্মজীবন শুরু করেন তিনি নড়াইলের । নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ, নাটক রচনা ও মঞ্চায়ন, কলামিস্ট হিসেবে বিভিন্ন পত্রিকায় কলম। সৈনিকের ভূমিকা রাখেন। লেখক হিসেবে তাঁর প্রকাশিত গ্রন্থ- শতাব্দির স্বাক্ষী, অবাক সংস্থার। বর ঝরা পাতা আম কথা এবং আমাদের বড় স্যার, অমৃতের সন্ধানে, কাজী বাড়ীর বউ। (উপন্যাস)। ১৯৯৩ সালে তিনি চাকরি হতে অবসর। গ্রহণ করেন। সাহিত্য সেবায় তিনি নিজেকে। নিয়ােজিত রেখেছেন। তিনি নড়াইল জেলা সাহিত্য। পরিষদের একজন সম্মানিত সদস্য। তিনি মনে। করেন সাহিত্য সভ্যতাকে লালন করে এবং সাহিত্যের ধ্বস নামলে আলােকিত মানুষের জন্ম হবে। না ।সাহিত্যে অবদানের জন্য নড়াইল গাঙচিল ১৭তম লেখক সম্মেলনে তাঁকে আবুল কাশেম। কবিরত্ন গাঙচিল সাহিত্য স্বর্ণপদক-২০১০ প্রদান করা হয় তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের | আজীবন সদস্য।