প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হোসাইন
প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হােসাইন ১৯৫৫ সালের ১ মার্চ ঝালকাঠি জেলার নলছিটি থানার। গােপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আলহাজ্ব আবদুর রাজ্জাক খান (রাজা) ও মা। মরহুমা আবিদা খাতুন (ফুলমন)। তিনি ১৯৭০ সালে এসএসসি/ফাজিল ১ম বিভাগসহ ৯ম স্থান, ১৯৭২ সালে কামিল (হাদিস) ১ম শ্রেণি শীর্ষস্থান অধিকার করেন। একই বছর অর্থাৎ ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৭৫ সালে বিএ অনার্স এবং ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে ১ এপ্রিল তিনি বিসিএস (সাধারণ শিক্ষা ক্যাডারে) প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি হিসেবে যােগদান করেন। উক্ত ক্যাডারের সর্বোচ্চ পদ অধ্যাপক এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সবশেষে সরকারি মাদরাসা-ই আলীয়া, টাকার অধ্যক্ষ হিসেবে ১ মার্চ ২০১৫ তারিখে। অসের গ্রহণ করেন। তিনি বৃটেন, সৌদি আরব, ভারত, ইরান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড কুয়েত, আরব আমিরাত, দুবাই, কতরসহ বহু দেশ ভ্রমণ করেছেন। সৌদি হর অভ্যুদয় বর্তমান প্রেক্ষাপট (২০০৫), ইসলামের ইতিহাস (২০১৩), সিয়ামে রমযান ২০০৩), আদর্শ মহামনব (স:)-২০১৮ ও মুহিন (২০১৮) তাঁর প্রকাশিত