Skip to Content
Filters

author.name

প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ

প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এ পর্যন্ত অসংখ্য স্বর্ণপদক এবং ক্রেস্ট ও পদক লাভ করেন। যেমন শ্রীজ্ঞান অতীশ দিপঙ্কর স্বর্ণপদক, চন্দ্রাবতী একাডেমী স্বর্ণপদক, থিপপাক্রেটিস স্বর্ণপদক, শহীদ জিয়া পদক, বঙ্গবীর ওসমানী পদক, শেরে বাংলা পদক, স্বাধীনতা পদক এবং মাওলানা ভাসানী পদক ইত্যাদি। টেলিভিশনের সেরা উপস্থাপক হিসেবে ডা. ইকবালকে ট্র্যাব পদক, টিডিএফ পদক প্রদান করা হয়। ডা. ইকবাল বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘প্রেসক্রিপশন’-এর নিয়মিত উপস্থাপক। তিনি ঢাকা ফেডারেল মেডিক্যাল কলেজের প্রফেসর অব মেডিসিন হিসেবে ইতিপূর্বে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও তার সুপারিশ কমিটির চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড মেডিকেল সাইন্সের (বিসি) এর অধ্যাপক এবং চেয়ারম্যান। তিনি জাতীয় যৌতুক প্রতিরােধ ফাউন্ডেশনের চেয়ারম্যান। টুইনটিথ সেঞ্চুরি এ্যাওয়ার্ড’ প্রাপ্তি, আমেরিকান বায়ােগ্রাফিক্যাল। ইনস্টিটিউট কর্তৃক ডিস্টিওগুইস্টি লিডারশিপ এ্যাওয়ার্ড প্রাপ্তি তাঁর জীবনের অন্যতম পাওয়া । সারকুইজ হু ইজ হু ইন দি ওয়ার্ল্ড বইতে ডা. ইকবালের পূর্ণ জীবনী ছাপা হয়েছে। তিনি বাংলা একাডেমির সদস্য। এ পর্যন্ত তিনি ১৬টি বই এবং প্রায় পাঁচশতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেছেন—যার অনেকগুলােই দেশে ও বিদেশে সমাদৃত হয়েছে।