Skip to Content
Filters

author.name

প্রবোধচন্দ্র সেন

প্রবোধচন্দ্র সেন ( ২৭ এপ্রিল, ১৮৯৭ - ২০ সেপ্টেম্বর, ১৯৮৬)। পূর্ব বাংলার কুমিল্লা জিলায়। প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ। প্রথম শ্রেণীতে প্রথম। কর্মজীবনে খুলনা দৌলতপুর কলেজে ইতিহাস ও বাংলা সাহিত্যের অধ্যাপক (১৯৩২-৪২)। পরে বিশ্বভারতীতে রবীন্দ্র অধ্যাপক ও রবীন্দ্রভবনের অধ্যক্ষ (১৯৪২-৬৫)। বাংলা ছন্দ বিষয়ে প্রবাসী পত্রিকায় (১৯২২-২৩) ধারাবাহিক প্রবন্ধ লিখে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। এই সূত্রেই রবীন্দ্রনাথের সান্নিধ্যলাভ ও পরিণামে বিশ্বভারতীতে অধ্যাপনার কর্মগ্রহণ। প্রায় সারাজীবনের (১৯২২-৮৬) গবেষণার ফলে তাঁর রচিত শতাধিক ছন্দ প্রবন্ধ এবং আধুনিক বাংলা ছন্দসাহিত্য’, ‘নূতন ছন্দ পরিক্রমা’ প্রভৃতি বহু গ্রন্থ বাংলা সাহিত্যের একটা বড় অভাব পূরণ করেছে। ফলে ছন্দশাস্ত্রের নির্মাতা বলেই তার সর্বাধিক খ্যাতি। তা ছাড়া তিনি রবীন্দ্র সাহিত্য, ইতিহাস প্রভৃতি নানা বিষয়ে বহু প্রবন্ধ ও গ্রন্থের রচয়িতা। তাঁর ‘ভারতবর্ষের জাতীয় সংগীত’ বইটি রবীন্দ্রনাথের ‘জনগণমন’ গান সম্বন্ধে বহুব্যাপ্ত ভ্রান্ত ধারণার অবসান ঘটিয়েছে। আর ভারতাত্মা কবি কালিদাস' বইটি পেয়েছে পশ্চিমবাংলার বঙ্কিম পুরস্কার । মৃত্যু : ২০ সেপ্টেম্বর ১৯৮৬