Skip to Content
Filters

author.name

প্রশান্ত মৃধা

প্রশান্ত মৃধা লেখাটার শুরুতেই তা আর শুধু মােকাবিলা থাকেনি, বরং তার চেয়ে তীব্র হয়ে উঠেছে। পারস্পরিক সংযােগ যে সংযােগ নিজের লেখকতার ৰেত্রে তাঁর কাছে এক গন্তব্যের দিশা। বাংলা ভাষার যে-কোনাে প্রধান উপন্যাসের প্রতিদ্বন্দ্বীই শুধু নয় গল্পগুচ্ছ, তার চেয়েও বেশি। পৃথিবীর মহত্তম উপন্যাসগুলােয় যেমন মানুষের চিরকালীন দ্বন্দ্ব আর ব্যক্তির স্বরূপ খুলে ধরে গল্পগুচ্ছ আমাদের ক্ষেত্রে তাই। আবার গল্পগুচ্ছ একটি নির্দিষ্ট পথে গন্তব্যের ভেতর দিয়ে যেতে যেতে আপাত অনির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়। সেই গন্তব্য অজানা। জানা থাকতেও নেই যেন। পৃথিবীর যে কোনাে ভাষার বা বাংলা ভাষার শ্রেষ্ঠ কাহিনী-গদ্যের বই হিসেবে এর সমস্ত আয়ােজন আমাদের। বারবার মুখােমুখি হতে বাধ্য করে। অথবা, আমরাই আত্ম-উন্মােচনের প্রয়ােজনে মুখােমুখি হয়েছি গল্পগুচ্ছের। প্রশান্ত মৃধার জন্ম : ৩ অগ্রহায়ণ ১৩৭৮ : ২০ নভেম্বর ১৯৭১, বাগেরহাটে। কথাসাহিত্যিক। কর্মসূত্রে সরকারি কলেজে শিক্ষকতার সঙ্গে যুক্ত। গল্প-উপন্যাস-প্রবন্ধ মিলিয়ে প্রকাশিত বই তিরিশটি। উল্লেখযােগ্য বই : শারদোৎসব, করুণার পরিজন, প্রতিদিন অচেনা মুখ, যুধিষ্ঠিরের সঙ্গী, কাছে দূরের গান, জল ও জালের তরঙ্গ, বিগতকালের অনুমান, উচ্চারণের ক্রমশ সাহস, আমার রবীন্দ্রনাথ, আখতারুজ্জামান ইলিয়াস/ কৌতুকী ক্রোধের উত্তাপ, হারিয়ে যাওয়া জীবিকা। সম্পাদনা করেছেন : অগ্রন্থিত আখতারুজ্জামান ইলিয়াস, অগ্রন্থিত কায়েস আহমেদ। কাগজ তরুণ। কথাসাহিত্য পুরস্কার ২০০০, এইচএসবিসি কালি ও কলম পুরস্কার ২০১০ পেয়েছেন।