Skip to Content
Filters

author.name

প্রসপারিনা সরকার

প্রসপারিনা সরকার একাধারে একজন। নিবেদিত সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, দক্ষ সংগঠক এবং বহু গুণে গুণান্বিত একজন। মানবাধিকার কর্মী। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার শালদাইড় গ্রামের এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তাঁর পিতা। মােঃ রহমতুল্লাহ সরকার একজন স্বনামধন্য। আদর্শ শিক্ষক ছিলেন এবং মাতা সেতারা বেগম আধুনিক মুক্ত চিন্তার মানুষ। তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স, ফাতেমা ল (জাতীয় বিশ্ববিদ্যালয়) থেকে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন। প্রসপারিনা সরকার সমাজ ও সংস্কৃতিকর্মে পাশাপাশি একজন উদার দৃষ্টিভঙ্গির, মুক্ত চিন্তা চেতনার প্রগতিশীল লেখক, কবি ও প্রবন্ধকার। তিনি সর্বানুষের মঙ্গল চিন্তা ও সম অধিকারে বিশ্বাসী। তিনি কিশাের বয়স থেকেই সমগ্র জীবন কর্মে সমাজের কুসংস্কার ধর্মীয় গোঁড়ামী, অনৈতিক শাসন শােষণে, নির্যাতনে সর্বদাই প্রতিবাদী। প্রপারিনা। সরকার সেবামূলক প্রতিষ্ঠান ম্যাস এইড। প্রােগ্রাম ম্যাপের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগােষ্ঠীর জীবন মান। উন্নয়নে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সমাজের সার্বিক। উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।। তিনি বাবার নামে রহমতুল্লাহ স্মৃতি পাঠাগার। এবং শিশুদের জন্য একটি সুস্থ্য ধারার। সংস্কৃতি চর্চা কেন্দ্র ম্যাপ কালচারাল। একাডেমির মাধ্যমে বাংলা সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্যের বিকাশে ভূমিকা রাখছেন।