Skip to Content
Filters

author.name

ফয়েজ আলম

ফয়েজ আলম কবি, গবেষক, উত্তর-উপনিবেশী তাত্ত্বিক। জন্ম ১৯৬৮, নেত্রকোনা জেলার আটপাড়া থানার যােগীরনগুয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মানসহ এমএ পাস করার পর প্রাচীন বাঙালি সংস্কৃতি-বিষয়ক গবেষণার জন্য এম ফিল. ডিগ্রি লাভ করেন। সাহিত্য ও চিন্তার ক্ষেত্রে বিচিত্রমুখী বিচরণ তার। এশিয়া ও আফ্রিকার প্রাক্তন উপনিবেশগুলােয় গত কয়েক দশক ধরে। উত্তর-উপনিবেশী ভাবনার যে প্রলম্বিত উদৃবােধন চলছে তার প্রাণাবেগ আর দৃষ্টি ধারণ করে বৃদ্ধিবৃত্তিক ও সৃজনশীল গতিপ্রকৃতি যাচাই করে নিতে আগ্রহী তিনি। আমাদের তরুণ প্রজন্মের উত্তর-উপনিবেশবাদী কর্মী-ভাবুকদের মধ্যে তাঁর লেখালেখির ব্যাপক প্রভাব রয়েছে। মানবিক দায়বােধ ও ঐতিহ্যঘনিষ্ঠতার পটভূমি থেকে উদ্বুদ্ধ তাঁর ভাবনার নতুনত্ব ও অন্তদৃষ্টি আলােড়িত করবে যে কোনও মনােযােগী পাঠকের চিন্তার জগৎকে। তাঁর অন্যান্য গ্রন্থ: প্রাচীন বাঙালি সমাজ ও সংস্কৃতি (গবেষণা, ২০০৪), উত্তর-উপনিবেশী মন (প্রবন্ধ, ২০০৬), ভাষা, ক্ষমতা ও আমাদের লড়াই প্রসঙ্গে (প্রবন্ধ, ২০০৮), বুদ্ধিজীবী তাঁর দায় ও বাঙালির বুদ্ধিবৃত্তিক দাসত্ব (প্রবন্ধ, ২০১২), ব্যক্তির মৃত্যু ও খাপ খাওয়া মানুষ (কবিতা, ১৯৯৯), এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম (অনুবাদ, ২০০৫), কাভারিং ইসলাম (অনুবাদ, ২০০৬), জ্যাক দেরিদা (সম্পাদনা, ২০০৬), এডওয়ার্ড সাঈদের নির্বাচিত রচনা (সম্পাদনা, ২০০৮)।