ফরিদা মজিদ
ফরিদা মজিদের জন্ম ১৯৪২ সালের ২৭ জুলাই কলকাতায়। তিনি কবি গোলাম মোস্তফার বড় মেয়ে জোছনার কন্যা। কবি গোলাম মোস্তফার সান্নিধ্যেই তার কবি সত্ত্বা গড়ে উঠে। 'গাঁদা ফুলের প্রয়াণ ও যারা বেঁচে থাকবে' কবিতার বইয়ের এই কবি দীর্ঘকাল প্রবাস জীবন কাটিয়েছেন।