Skip to Content
Filters

author.name

ফাইজুন নাহার সিফাত

ফাইজুন নাহার সিফাত জন্ম ১৯৯৯ সালে বরগুনায়। বরিশালের তীরঘেঁষা অঞ্চলে সেখানেই বেড়ে ওঠা পারিবারিক সূত্রে। দুই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। লেখালেখিতে হাতেখড়ি ঘটে শৈশবেই। কলেজজীবন থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় লিখে এসেছেন তিনি, এছাড়া প্রদায়ক হিসেবে নিয়মিত লিখেছেন দৈনিক প্রথম আলোর ‘ছুটির দিনে’তে। একুশ বছর বয়সজুড়ে লেখা কেয়াফুলের রয়ানি তার প্রথম উপন্যাস। লিখতে ভালোবাসেন বলার থেকেও লিখে স্বস্তি পান বলাটাই বেশি মানানসই মনে হয় তার কাছে। সেজন্য ইচ্ছে হলে এভাবেই একটু একটু করে লিখে যেতে চান, আর সেইসাথে জিইয়ে রাখতে চান নিজের অকৃত্রিম পাঠকসত্তাকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত।

Books by the Author