ফারহানা রহমান
ফারহানা রহমান কবি, গল্পকার, অনুবাদক। আগে কবিতা লিখতেন এখন গল্পে মনােনিবেশ করেছেন। একইসঙ্গে অনুবাদ করছেন। ১৯৭২ সালের ১৩ আগস্ট ঢাকায় জন্ম। বেড়েও উঠেছেন ঢাকায়। পড়াশােনার শেষ ধাপে ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর। উদার সংস্কারমুক্ত উচ্চশিক্ষিত পিতা শেখ রহমতউল্লার প্রভাব আর নাগরিক পরিবেশে বেড়ে ওঠার কারণে নিজেকে সংস্কারমুক্ত মানুষ হিসেবে পরিচয় দিতে ভালবাসেন। কয়েক বছর শিক্ষকতা এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করবার পর এখন পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। প্রকাশিত গ্রন্থ : ‘অপরাহ্বের চিঠি’, ‘অপেরার দিনলিপি', ‘লুকিয়ে রেখেছি গােপন হাহাকার’, ‘শ্রেণিশত্রু', ‘বিশ্বসেরা সিনেমার কথা। পুরস্কার : কবিতা করিডাের (২০২০) এবং চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার (২০২১)।