ফারুক ওয়াসিফ
ফারুক ওয়াসিফ জন্ম ১৯৭৫ সালে প্রথম পাঠ বগুড়া মিশন স্কুলে, স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কবিতা ও গল্প লেখা দিয়ে শুরু হলেও প্রতিরােধী বাম রাজনীতিতে জড়িয়ে যান। ছাত্রকালেই। দেশীয় পর্যায়ে সাড়া জাগানাে অনেকগুলি আন্দোলনে পালন করেন সংগঠকের ভূমিকা। পেশাগতভাবে প্রথম আলাের সহকারি সম্পাদক একই পত্রিকার নিয়মিত কলাম লেখক আগ্রহের বিষয় সাহিত্য, ইতিহাস, জাতীয়তাবাদ ও সমকালীন জীবনধারা