ফাহমিদা লোপা
ফাহমিদা লােপা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক সম্মান ও স্নাতকোত্তর এবং ডিপ-ইন-এড কোর্স শেষ করেই পেশাগত জীবনে প্রবেশ করেন ১৯৯৬ সালে। জন্মসূত্রেই ঢাকাতে বসবাস। যদিও তিনি শরীয়তপুর জেলার নড়িয়ার কৃতি সন্তান। পারিবারিকভাবেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে বিচরণ ছােটবেলা থেকেই, আর লেখালেখির সাথে জড়িত পাঠশালা বয়স থেকে। বিভিন্ন পত্রিকা ও কলেজ বার্ষিকীতে নিয়মিত। খছেন ফেসবুকই মূলত তার লেখালেখির কবতর পাশাপাশি তিনি ছােট গল্পও খেন তর প্রকশিত প্রথম কাব্যগ্রন্থ ‘সুরের অ ক ভরের একজন কর্মকর্তা হিসেবে -বনে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মাস্টার Gইনার হিসেবে সুপরিচিত ও আলােকিত মুখ।।