ফিরোজা বহ্নি
ফিরােজা বহ্নির জন্ম ১৯৮৭ সালের ৫ জুন, ঢাকায়। বাবা ওমর | ফারুক (শাহজাহান), মা শেলীনা আর্জুমান্দ বান। বর্তমানে। সহমানুষ চমক হাসান ও কন্যা বিনীতা বর্ণমালার সঙ্গে থাকেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারিটা শহরে।। বহ্নি ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর বাংলাদেশ প্রকৌশল। বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন।। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারােলাইনা থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশে মৃন্ময় আর্কিটেকচারাল ফার্মে জুনিয়র আর্কিটেক্ট এবং স্টামফোর্ড ইউনিভার্সিটিতে স্থাপত্য অনুষদের প্রভাষক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারােলাইনাতে।। অবসরে বহ্নির ভালাে লাগে গাইতে, পড়তে, জলরঙে ছবি। আঁকতে, কাগজ দিয়ে কুইলিং করতে আর উল দিয়ে পশমি। টুপি বুনে মানুষকে উপহার দিতে। প্রিয়জনকে চিঠি লেখাও। তার খুব প্রিয় কাজ। বহ্নি গল্প করতে প্রচণ্ড ভালােবাসেন। গল্পের রঙে-রসে শ্রোতাদের বহুক্ষণ মজিয়ে রাখার প্রতিভা। তার সহজাত। জীবনের পথ পরিক্রমায় কল্পনা আর বাস্তবতার দুই জগতেই অনেক তনেক গল্প জমা হয়েছে তার। সাবলীল লেখনীতে। সেই গল্পগুলাে পৌঁছে দিতে চান পাঠকের কাছে। লেখালিখির। শুরু সেই ভাবনা থেকেই। হাঁটি হাঁটি পা পা তার প্রথম একক গ্রন্থ। এর আগে ২০১২। সালে চতুর্মাত্রিক ব্লগ সংকলনে তার লেখা প্রবন্ধ প্রকাশিত হয়।।