বাসার তাসাউফ
বাসার তাসাউফ শৈশব-কৈশাের থেকে আমার বই পড়ার নেশা ছিল । পড়তে পড়তে আমি লেখতে শুরু করেছি। আমার পরিচয় আমার লেখার মধ্যেই আছে। কুমিল্লা জেলার হােমনা। উপজেলার অনন্তপুর গ্রামে আমি জন্মেছিলাম। সেটা কবে? আমার জানা নেই। মায়ের কাছে জানতে চাইলে তিনি। বলেছিলেন, কার্তিকের রৌদ্র ঝলমলে কোনাে এক সকালে আমার জন্ম হয়েছিল। কিন্তু সেটা কয় তারিখ ছিল? কী বার ছিল? কিছুই বলতে পারেন নি আমার অশীতিপর বৃদ্ধা মা । তাই আমার জন্মের সঠিক তারিখটা আমি কখনাে জানতে পারি নি। আমাদের পরিবারে জন্মদিন পালনের রেওয়াজ ছিল না। কখনাে। জন্মদিনটা যে কী সেটা বােঝার আগেই আমি। মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম। মাধ্যমিক পরীক্ষার। ফরমে আমাদের বিদ্যালয়ের কেরানি ইচ্ছেমতাে একটা। জন্মতারিখ লিখে দিয়েছিল। কাগজে কলমে সেটাই আমার। জন্মতারিখ হয়ে গেছে। জীবনে আমার তেমন কিছু চাওয়া ছিল না। ছােটবেলায় সিনেমার হিরাে হতে চেয়েছিলাম, হতে পারি নি। ডাক্তা, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার অথবা এমপি-মন্ত্রী হওয়ার। ইচ্ছে ছিল না কোনােদিন। বিসিএস ক্যাডার কিংবা । সরকারি আমলা হতে চাই নি কখনাে। শুধু চেয়েছি। জীবনের সবচেয়ে নিগুঢ় রহস্যটা অনুধাবন করতে। তাই। আমি জীবনের কথা বলতে জীবন নিয়ে গল্প লেখতে শুরু করেছিলাম। আমার লেখা কয়েকটা বই কিনতে পাওয়া যায়। স্বরচিত নির্বাসন, সব মেঘে বৃষ্টি হয় না, স্বর্গগ্রামের মানুষ, পিতৃশােক ও দীর্ঘশ্বাসের গল্প, স্কুল থেকে পালিয়ে, মা সেজে পরি এসেছিল নামের বইগুলাে চাইলে আপনিও কিনে পড়তে পারেন।