Skip to Content
Filters

author.name

বাসুদেব ঘোষ

বাসুদেব ঘােষ লেখা শুরু করেন সাইরেন’-এ । এরপর লেখা ও পড়া নিয়ে এগিয়ে চলা । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (প্রথম শ্রেণিতে প্রথম), মাস্টার্স (প্রথম শ্রেণিতে প্রথম) এবং পিএচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন থেকে শুরু করে বর্তমানাবধি উপন্যাস : নষ্ট ছেলের নষ্ট প্রেম ভালােবাসার স্বপ্নভঙ্গ, নন্দিনীর চোখে। জল, বেদনায় হিমেল হাওয়া, রক্তভেজা অরণ্য, নৈঃশব্দের আর্তনাদ, শেষ রাতের তারা, অন্তরে। ভালােবাসা, নবাব কাটারার সেই বাড়িটি, কাছের মানুষ, তুমি রবে নীরবে, নীলুর নীল আকাশ, কষ্ট তুমি ভালােবাসা এবং গল্পগ্রন্থবন্ধুরহস্য প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বীকৃত বিভিন্ন গবেষণা পত্রিকায় গবেষণামূলক প্রবন্ধও বের হয় । ‘ধ্বন্যালােক’ ত্রৈমাসিক সাহিত্যপত্র সম্পাদনা করতেন লেখক স্বয়ং। পাঠকনন্দিত তপস্যায় বসন্ত’-উপন্যাসটি তরুণ লেখক প্রকল্প বাংলা একাডেমি কর্তৃক পুরস্কৃত হয়। এছাড়া লেখক গীতিকার হিসেবেও বেশ পরিচিত।