Skip to Content
Filters

author.name

বিজন সাহা

বিজন সাহা জন্ম মানিকগঞ্জের তরা গ্রামে ১৯৬৪ সালে।। প্রাথমিক বিদ্যালয়, বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের পাঠ চুকিয়ে ১৯৮৩ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মাধ্যমে সােভিয়েত সরকারের বৃত্তি নিয়ে রাশিয়ায় যান উচ্চশিক্ষার্থে। ছাত্রজীবন থেকেই ছাত্র ইউনিয়ন, খেলাঘরের সাথে যুক্ত ছিলেন। মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে পিএইচডি সম্পন্ন করেন। ৫ বছর ল্যাবরেটরি অফ থিওরেটিক্যাল ফিজিক্সে’ কাজ করার পর ১৯৯৯ সালে যােগ দেন ল্যাবরেটরি অফ ইনফরমেশন। টেকনােলােজি’তে। ২০০৯ সালে কসমােলজির উপর ডিএসসি থিসিস ডিফেন্ড করেন। বর্তমানে দুবনার জয়েন্ট ইন্সটিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চে লিড রিসার্চ হিসেবে। কাজ করার পাশাপাশি তিনি মস্কোস্থ রাশিয়ান গণমৈত্রী। বিশ্ববিদ্যালয়ের ‘ইন্সটিটিউট ফর ফিজিক্যাল রিসার্চ অ্যান্ড। টেকনােলােজি’তে শিক্ষকতা করছেন। কোয়ান্টাম। মেকানিক্স, ইলেক্ট্রোডাইনামিক্স, থিওরি অফ গ্র্যাভিটি নিয়ে কাজ করলেও কসমােলজি নিয়েই তার মূল কাজ। এখন পর্যন্ত এসব বিষয়ে শতাধিক রিসার্চ পেপার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণার বাইরে ফটোগ্রাফি নিয়ে কাজ করেন। আর লেখালেখি তাঁর নেশা। লিখেন—রাজনীতি, সমাজ, ইতিহাস নিয়ে। এটিই তার। প্রথম গ্রন্থ।