Skip to Content
Filters

author.name

বুলবুল মহলানবীশ

বুলবুল মহলানবীশ প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও কবি বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৪ সালের ১০ মার্চ। সমাজ সচেতন সংস্কৃতিবান পরিবারের সদস্য হিসেবে ছােটবেলা থেকেই লড়াই করেছেন সব রকম অসংগতির বিরুদ্ধে। বাবা-মায়ের উৎসাহেই আবৃত্তি ও সংগীত চর্চার পাশাপাশি ছড়া কবিতা গল্প লেখার সঙ্গে যুক্ত হয়েছেন। আবার পারিবারিক সূত্রেই পেয়েছেন নিজেকে প্রকাশ না করার অভ্যাস। সম্প্রতি শুভানুধ্যায়ীদের অনুরােধ ও অনুপ্রেরণায় প্রকাশ করছেন নিজেকে। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করার পর প্রকৌশলী স্বামী মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার সরিত কুমার লালার সঙ্গে আবুধাবি গমন করেন এবং সেখানে কিছুকাল শিক্ষকতা করেন '৮৭-তে ঢাকায় ফেরত আসেন এবং স্বৈরাচার বিরােধী আন্দোলনে সংস্কৃতিকর্মী হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৬ বছরের দীর্ঘ বিরতির পর ৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন এবং পুনরায় মধ্যপ্রাচ্যের আবুধাবি গমন করেন এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। শৈশব এবং কৈশােরে আবৃত্তি ও সংগীত প্রতিযােগিতায় দ্বিতীয় হননি কখনাে। জেলা সংগীত প্রতিযােগিতায় পেয়েছেন স্বর্ণপদক। ১৯৯০ সালে বারীণ মজুমদার পরিচালিত 'মনিহার সংগীত একাডেমী থেকে ডিস্টিংশনসহ প্রথম হয়ে বিশ্ববরেণ্য বেহালা-শিল্পী পণ্ডিত ভি.জি. যােগের হাত থেকে নিয়েছেন সনদপত্র এবং পেয়েছেন সংগীত মণি’ উপাধি '৬৯ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরই নিয়মিত তালিকাভুক্ত শিল্পী হিসেবে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র এবং টেলিভিশন থেকে নিয়মিত সংগীত এবং নাটকে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘জলাদের দরবার'-এ মূল নারী চরিত্রে অভিনয় করেছেন এবং সংগীতে অংশগ্রহণ করেছেন। একই সময়ে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমন্ত্রিত হয়ে পরিবেশন করেছেন নজরুল সংগীত। বর্তমানে মাসিক ‘অরিত্র'র নির্বাহী সম্পাদক। প্রকাশিত গ্রন্থ : পারস্য উপসাগরের তীরে (ভ্রমণ কাহিনী), সংহিত সংলাপ (কবিতা গ্রন্থ), নীল সবুজের ছড়া