Skip to Content
Filters

author.name

বেবী সাউ

বেবী সাউ জন্ম ভারতের পশ্চিমবঙ্গে। ইংরেজি এবং বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। গবেষক, প্রাবন্ধিক, গদ্যকার, গল্পকার এবং অনুবাদক এই কবির এখনো পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ এগারোটি। তার মধ্যে উল্লেখযোগ্য: গান লেখে লালনদুহিতা, একান্ন শরীরে ভাঙো, হেমন্তের অন্নপূর্ণা, পিতৃপরিচয়, এই পুজো পরমহংস, ছায়াপথের পরিযায়ী, শীত ও সহোদরা প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ তিনটি। বিলুপ্তপ্রায় লোকগান "কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত " গবেষণামূলক কাজটির জন্য তিনি পেয়েছেন মাসিক কৃত্তিবাস পুরস্কার(২০১৯), পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার(২০২০)। এছাড়াও কাব্যগ্রন্থগুলির জন্য পেয়েছেন রাঢ় বাংলা সাহিত্য সম্মান, এখন শান্তিনিকেতন সম্মান, শব্দকথা যুব পুরস্কার ইত্যাদি। অনুবাদ করেছেন সাউথ কোরিয়ান কবি বেক সিওক এবং ভিয়েতনামের কবি থিক নাত হানের কবিতা। ইবনে আরবির কবিতা তাঁর তৃতীয় অনুবাদকর্ম।