Skip to Content
Filters

author.name

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মােহাম্মাদ শামসুদ্দীন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ১৯৬৭ সালে চট্টগ্রাম জেলার পাহাড়তলীতে জন্মগ্রহণ করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজে পড়াশােনা শেষে সেনাবাহিনীতে যােগ দেন এবং ১৯৮৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ভ্রমণ তাঁর প্রিয় শখগুলাের। মধ্যে অন্যতম। দীর্ঘ কর্মময় জীবনে তিনি নানা দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশের প্রায় সব জেলা দেখার তাঁর সৌভাগ্য হয়েছে। দেশের বাইরের নানা দেশ দেখার সময় সেসব দেশ ও মানুষের কথা কিছু স্মৃতিতে এবং কিছু ডাইরিতে লিখে রাখতেন। একটা দেশের সুন্দর প্রকৃতি, জনপদ আর মানুষের কথা নিয়ে এই উপাখ্যান। কর্মসূত্রে জাতিসংঘ মিশনে কর্তব্যরত অবস্থায়। ইরাকের কুর্দিস্থানে পশ্চিম আফ্রিকার । আইভরিকোস্টে এবং সাউথ সুদানে দায়িত্ব পালন করেন। সামরিক ইতিহাস, শান্তিরক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক তাঁর প্রিয় বিষয়। ন্যাশনাল ডিফেন্স কলেজে ওয়ার কোর্স শাখায় ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত। অবসরে ভ্রমণের পাশাপাশি বই পড়া এবং ভাষা শেখা তাঁর শখ।