মঈনউদ্দিন মুনশী
মঈনউদ্দিন মুনশী জন্ম রাজবাড়ী জেলা শহরে ১৯৫১ সালের ২৪ এপ্রিল। পিতৃনিবাস চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মনােহরপুর গ্রামে। লেখালেখি কখন শুরু করেছি সঠিক মনে নেই, তবে মনে পড়ে রাজবাড়ী মডেল স্কুলে পড়ার সময় আব্বার লেখা পদ্য দেখে ছন্দ মিলিয়ে লেখার অনেক চেষ্টা করেছিলাম। ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়ার সময় তত একটা লেখা হয়নি, তবে সিলেট মেডিক্যাল কলেজে পড়ার সময় প্রচুর লেখালেখি করেছি। সেই সময় কবি দিলওয়ার-এর সংস্পর্শে আসার ফলে দুই বাংলার কাব্যচর্চার সঙ্গে পরিচয় ঘটে। ১৯৭২-১৯৭৫ সময়ে সিলেট থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “আয়ুধ”-এর সম্পাদনার সাথে সংযুক্ত হবার ফলে সেই সময়ের প্রধান। কবি-সাহিত্যিকদের লেখনীর সাথে পরিচিত হই। লেখালেখি, প্রধানত কবিতা এবং কিছু কিছু প্রবন্ধ অনিয়মিতভাবে চলতে থাকে। ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আসা চিকিৎসাশাস্ত্রে গবেষণা এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য। এখানে কবি শহীদ কাদরীর সংস্পর্শে আসার সুবাদে কবিতার সাথে আরও ঘনিষ্ঠ হবার সুযােগ হয়। “উত্তর আমেরিকা কবিতা পরিষদ”-এর সাথে সংশ্লিষ্ট হয়ে ৪টি কবিতা সম্মেলন অনুষ্ঠানের আয়ােজনে অংশগ্রহণ। করি। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ২য় সম্মেলনে কবি শহীদ কাদরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৯২-১৯৯৫ সময়ে আটলান্টা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “সংবর্ত”-এর সম্পাদনার সাথে যুক্ত হবার ফলে উত্তর আমেরিকার প্রধান কবি-সাহিত্যিকদের লেখালেখির সঙ্গে পরিচয় ঘটে। সেই সময় নিউইয়র্ক থেকে প্রকাশিত “সাপ্তাহিক প্রবাসীতে প্রতিবেদক হিসেবে কাজ করি। যৌথ কাব্যগ্রন্থ “এ নীল নির্বাসনে” প্রকাশিত হয় ১৯৯১ সালে নিউইয়র্ক থেকে, এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ। বই প্রকাশের ব্যাপারে কখনও খুব একটা আগ্রহ ছিল না। সম্প্রতি এক জটিল অসুখে আক্রান্ত। হলে, লেখাগুলাে একটা মলাটে ধরে রাখার বিষয়ে উদ্যোগ নিই। এ বিষয়ে কবি, সম্পাদক ওবায়েদ আকাশ সার্বিক সহযােগিতা প্রদান করেন; আমি তার কাছে কৃতজ্ঞ।