Skip to Content
Filters

author.name

মজনু-নুল হক

মজনু-নুল হক মজনু-নুল হক জন্ম ঈশ্বরদীতে। বাড়ি নওগাঁয়। লেখাপড়ার শুরু লালমনিরহাটে এবং পরবর্তীতে কয়েকটি জেলা শহরে। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে। চাকরি জীবনে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন (RIPA) এবং সােয়নসি ইউনিভার্সিটিতে পড়াশােনার সুযােগ হয়েছে। সরকারী ও বেসরকারীভাবে বহু দেশে যাবার সুযােগ হয়েছে। লেখালেখির হাতে খড়ি স্কুল জীবন থেকেই যদিও তা অনিয়মিত ও বিচ্ছিন্ন। প্রকাশিত কয়েকটি গ্রন্থের মধ্যে বংশধর, সাহেব, আঠারাে নম্বর কেবিন, জীবন যেমন, বিলেতে বাংলার যুদ্ধ ইত্যাদি উল্লেখযােগ্য।

Books by the Author

392.00 ৳ 490.00 ৳ 392.0 BDT