Skip to Content
Filters

author.name

মনসুর আহমেদ চৌধুরী

মনসুর আহমেদ চৌধুরী প্রতিবন্ধী বিষয়ক পরামর্শক (Consultant), নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী। জন্ম ১৫ই নভেম্বর ১৯৪৯ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিন ভাদেশ্বর গ্রামে। পিতা মজিরউদ্দীন চৌধুরী এবং মাতা আছিয়া খাতুন চৌধুরী। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক এবং ১৯৭৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে প্রথম প্রতিবন্ধী ছাত্র হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন । ১৯৭৫ সালে সুইডিশ ফেডারেশন অব দি ভিস্যুয়ালী হ্যান্ডিক্যাপড় এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অথোরিটি, কুয়ালালামপুর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ব্লাইন্ড লিডারশীপ ট্রেনিং কর্মশালা। ১৯৭৭ সালে ইন্টারন্যাশনাল সামার স্কুল, ইউনিভার্সিটি অব অসলো, নরওয়েতে মেডিকেল কেয়ার এন্ড পাবলিক হেলথ সার্ভিসেস, ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড স্ক্যান্ডিনাভিয়ান এ্যাফেয়ার্স এর উপর সার্টিফিকেট অব এচিভমেন্ট ট্রেনিং। ১৯৮০ সালে সুইডিশ ইন্টারন্যশনাল ডেভেলপমেন্ট অথোরিটি, আলমোসা, সুইডেনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লাইন্ড লিডারশীপ ট্রেনিং কর্মশালা। ১৯৮০ সালে আরকানসাস এন্টারপ্রইজেস ফর দি ব্লাইন্ড, লিটল রক ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রোফেশনাল এডমিনিষ্ট্রেশন এর উপর সার্টিফিকেট অব এচিভমেন্ট ট্রেনিং গ্রহণ এবং ২০০০ সালে ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট ষ্টাডিজ, ইউনিভার্সিটি অব সাসেক্স, যুক্তরাজ্যে সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেনিং । পেশাগত অভিজ্ঞতা : জানুয়ারী ১৯৭৮–মার্চ ১৯৮০ পর্যন্ত এক্সিকিউটিভ অফিসার/নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দি ব্লাইন্ড (বিএনএসবি)। জানুয়ারী ১৯৮১– ৯ সেপ্টেম্বর ১৯৯১, জেনারেল সেক্রেটারী, এসিস্টেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) ঢাকা।