Skip to Content
Filters

author.name

মনোজবিকাশ দেবরায়

মনোজবিকাশ দেবরায় ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মনােজবিকাশ দেবরায়। তার পিতা মনােমােহন। চন্দ্র দেবরায়, মাতা শেফালী রানী দেবরায়। জন্মস্থান তদানীন্তন পূর্ব পাকিস্তানের হবিগঞ্জ জেলার ভূগলী গ্রামে। বর্তমানে তিনি সিলেটের দাড়িয়াপাড়াস্থ গুরুকুঞ্জ, মেঘনা-এ/১৪ তে বসবাস করছেন। তার সহধর্মিণী লাভলী দেবরায় একজন সুগৃহিণী। মনােজবিকাশ দেবরায় ১৯৭০ সালে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগ ও মেধা অনুসারে দ্বিতীয় স্থান অধিকার করে ১৯৭২ খ্রিস্টাব্দে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সেকশনাল অফিসার হিসেবে যােগদান করেন এবং ১৯৭৬ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে যােগদান করে। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে অবসরগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। পুত্র মাধববিকাশ দেবরায় সহকারী কমিশনার কাস্টমস পদে এবং কন্যা মৈত্রেয়ী দেবরায় প্রাক্তন সহযােগী অধ্যাপক, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট ও জামাতা ডা. অনুপকুমার বিশ্বাস, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে লে. কর্নেল হিসেবে কর্মরত।