মন্টু খান
মন্টু খান সম্প্রতি প্রগতিশীল রাজনৈতিক কর্মী মন্টু খানের লেখা হায়েনর খাঁচায় অদম্য জীবন' বইটি পড়ার সুযােগ হয়েছে, সাপ্তাহিক ‘উত্তরণ’-এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, এই বই। মন্টু খান সাহিত্যিক নন তিনি কোনাে সাহিত্য রচনার উদ্দেশ্যে এই বই লেখেননি। ১৯৭১ সালের মে মাসে তিনি পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন। তিনি তার বন্দিদশা সহজ সরল ভাষায় বণর্না করেছেন, কোথাও কোনাে রঙ ছড়ান নি। মনে পড়ে জুলিয়াস ফুচিকের অসামান্য বই ‘নােটস ফ্রম দ্য গ্যালােস’-এর কথা, এটি বহুকাল আগে বাংলায় অনূদিত হয়েছিল ফাঁসির মঞ্চ থেকে নামে। ফুচিক ছিলেন কমুনিষ্ট । এই অপরাধে তাঁকে হত্যা করা হয়েছিলাে। তিনি জেলখানায় বসে বহু কষ্টে লুকিয়ে চুরিয়ে বইটি লিখেছিলেন। কিন্তু মন্টু খান সৌভাগ্যক্রমে হায়েনাদের খাচা থেকে প্রাণ নিয়ে ফিরে আসার অনেক পরে লেখায় হাত দেন। আগেই বলেছি, শাদামাটা ভাষায় তিনি নিজস্ব ভয়াবহ অভিজ্ঞতার বণর্না করেছেন, কোনাে নাটকীয়তার অবতারনা করেননি। মৃত্যুর মুখােমুখি একজন মানুষ কী রকম অসহায় এবং দুর্বল হয়ে পড়ে, সেকথা তিনি জানিয়েছেন। বীরত্ব দেখানাের কোনাে অবকাশ ছিল না হায়েনাদের খাঁচায়। ওদের অমানুষিক অত্যাচারে জর্জরিত একজন মানুষের বেঁচে থাকার অদম্য আকাঙ্খ ফুটে উঠেছে বইটিতে।