Skip to Content
Filters

author.name

মর্জিনা রহমান

মর্জিনা রহমান জন্ম: ০২ নভেম্বর, ১৯৭৬ সাল জন্মস্থান: কুমারখালী থানা, কুষ্টিয়া জেলা। কুমারখালী গার্লস হাই স্কুল থেকে এস এস সি কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচ এস সি এবং বি.এস.এস।। ভালবাসি প্রকৃতি, ভালবাসি মানুষ, ভালবাসি সুফি দর্শন- যতই দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই নেশাও বেড়ে যাচ্ছে। অন্তস্ত থেকে সব সময় এক তাগিদ অনুভব করেছি প্রাকৃতিক কিছু করার, সেই অনুভব থেকেই ধ্যানের দিকে অগ্রসর হওয়া এবং এখন আমার কর্ম জীবনও প্রাকৃতিক। পেশাগতভাবে আমি একজন আকুপ্রেশার থেরাপিস্ট। নিজের ভাল লাগার জন্য নয়, মানুষের জন্য কিছু করে নিজে ভাললাগা অনুভব করতে চাই। নিজেকে নিজের প্রতি যে প্রেম, সম্মান করার যে অগাধ স্বাধীনতা এটা ভাবতে শিখিয়েছে ভগবান শ্রী রজনীশ। সেই কারণেই হয়তাে এমন একটি কাজ করার অনুপ্রেরণা পেয়েছি তার কাছ থেকেই। জীবনে একটাই চাওয়া, নিজে প্রকৃতি হয়ে যাওয়া...।