Skip to Content
Filters

author.name

মহসিন হোসাইন

মহসিন হোসাইন মূলত সত্তর দশকের ব্যতিক্রমী কবি। তিনি কখনাে কখনাে আমাদের চেনা পৃথিবীর অজ্ঞাত স্থান ও কালের ইতিবৃত্তবেত্তা তিনি সংগ্রহ করেন। আঞ্চলিক ইতিহাস, রচনা করেন ইতিহাসগ্রন্থ। মহসিন হােসাইন বিচিত্রগামী সাহিত্যসাধক। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫৮। তিনি যশাের জেলার (বর্তমান নড়াইল জেলা) ঐতিহ্যবাহী কালিয়া উপজেলার ঐতিহাসিক কলাবাড়িয়া গ্রামে ১৩৬১ সালের ২১ বৈশাখ বঙ্গলবার পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রাজ্জাক মিয়া, মা মােসাম্মৎ শাহেদা খানম। তাঁর রচনাশৈলী যেমন ব্যতিক্রমী তেমনি জীবনাচারেও ভেতরে ও বাইরে তিনি। পথভােলা এক পথিক। জীবনের নানা বাকে পরিক্রমা তার, কোথাও যেন থিতু হতে মানা। তিনি ছিলেন প্রত্যক্ষ মুক্তিযােদ্ধা, কিছুকালের জন্য ছিলেন। মিলের শ্রমিক, কখনাে ছিলেন শিক্ষক (মাদ্রাসা, স্কুল ও কলেজ), কখনাে ছিলেন ফরিদপুর মিউজিয়ামের প্রাচীন পাণ্ডুলিপি। পাঠোদ্ধারক, আবার কখনাে ছিলেন। ছাপাখানার ম্যানেজার, লােকসংস্কৃতি সংগ্রাহক, কবিগান, জারিগান, ভাবগান ও যাত্রাগানের রচয়িতা, অভিনেতা, শিল্পী, রেডিওর ব্রডকাস্টার, পাণ্ডুলিপি রচয়িতা ও নাট্যকার। শৌখিন বেহালাবাদক, চলচ্চিত্র অভিনেতা ও টিভি নাট্যাভিনেতা। বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে সাংবাদিকতায় নিয়ােজিত।