Skip to Content
Filters

author.name

মহিউদ্দিন আহমদ (প্রাক্তন সচিব)

মহিউদ্দিন আহমদ (প্রাক্তন সচিব) পেশাদার কূটনীতিক, কলাম লেখক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব। মহিউদ্দিন আহমেদই একমাত্র বাঙালি কূটনীতিক, যিনি পাকিস্তান দূতাবাসের দ্বিতীয় সচিবের পদ ত্যাগ করে সমগ্র ইউরোপে বাংলাদেশের পক্ষে প্রথম আনুগত্য প্রকাশ করেন এবং ১৯৭১ সালের ১ আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কোয়ারের স্মরণকালের বৃহত্তর সমাবেশে যোগ দেন। পরবর্তীতে পাকিস্তান সরকারের বন্দিশালা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাঁকে বাংলাদেশ দূতাবাসের পক্ষে যে তিনজন কূটনীতিক অভ্যর্থনা জানান, তিনি ছিলেন তাদেরই একজন। তিনি লন্ডন, দিল্লি, জেনেভা, ঢাকা এবং এরপর জাকার্তা, জেদ্দা হয়ে আবার ঢাকায়, তারপর ১৯৯১-১২-তে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে ভারপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে চাকরি করেন। তবে ঢাকায় অবস্থানকালে সেনাশাসক জেনারেল এরশাদের শাসনামলে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন বছরের জন্য কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। পরে অতিরিক্ত পররাষ্ট্রসচিব, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন এবং সবশেষে সচিব এবং ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ হিসেবে ২০০১ সালে অবসর গ্রহণ করেন। তিনি বিভিন্ন সময়ে বিশ্বের ত্রিশটি দেশ ভ্রমণ করেন। তাঁর দুই মেয়ে- অরু ও লরা। মহিউদ্দিন আহমদের জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলার নূরপুর গ্রামে ১৯ জুন ১৯৪২ তারিখে, মৃত্যু ঢাকায় ২০ জুন সোমবার, ২০২২।