Skip to Content
Filters

author.name

মহিউল ইসলাম মিঠু

ডা. মাহাথির মােহামাদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বাইশ বছর। মালয়েশিয়া শাসন করেছেন। এই দীর্ঘ সময়ে বড় বড় নেতাকে অনেক চিঠি লিখেছেন, তাদের অনেক চিঠি পেয়েছেন। সেই চিঠিগুলাের মধ্যে একাত্তরটা। জায়গা পেয়েছে এই বইয়ে। চিঠিতে অর্থনীতি, রাজনীতি, কুটনীতি, যুদ্ধ, সংঘর্ষ, বিশ্বায়ন, সন্ত্রাসবাদ ইত্যাদি অনেক বিষয় উঠে এসেছে। ডা. মাহাথির, টনি বেয়ার, জ্যাক শিরাক, মার্গারেট থ্যাচার, জর্জ ডব্লিউ বুশ, প্রিন্স চার্লস ইত্যাদি আরাে নামী-দামী অনেকে আছেন পত্র-লেখকদের তালিকায়। যারা রাজনীতি সম্পর্কে জানতে চায়, কুটনীতি সম্পর্কে জানতে চায়, আন্তর্জাতিক । সম্পর্ক বুঝতে চায়, শান্তি আর সংঘর্ষ বুঝতে চায়, তাদের জন্য বহুমাত্রিক, অসাধারণ একটি বই।