Skip to Content
Filters

author.name

মামুন মুস্তাফা

মামুন মুস্তাফা ৩ জুলাই, ১৯৭১ সালে মামুন মুস্তাফা জন্ম গ্রহণ করেন পিতার কর্মক্ষেত্র বর্তমান বাগেরহাট জেলায়। তার প্রকৃত নাম মুস্তাফা কালিমুল্লাহ আল মামুন। অধ্যাপক পিতা মুহম্মদ গােলাম রসূল ও মা হামিদা রসূলের দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ তিনি। পৈতৃক নিবাস মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস (অনার্স)সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রােগ্রামস (বিসিসিপি) নামক একটি যােগাযােগবিষয়ক গবেষণামূলক প্রতিষ্ঠানে কর্মরত। বই পড়া, পুরনাে দিনের গান শােনা ও ছবি দেখা এবং ভ্রমণ- এই হবি নিয়ে বেড়ে ওঠা মামুন মুস্তাফা কবিতা ও গদ্যে লিটল ম্যাগাজিন ও দৈনিক কাগজগুলােতে সমানভাবে সচল। প্রকাশিত গ্রন্থ কবিতা : সাবিত্রীর জানালা খােলা (১৯৯৮), কুহকের প্রত্নলিপি (২০০১ ও ২০০৯), আদর্শলিপি : পুনর্লিখন (২০০৭), এ আলােআঁধার আমার (২০০৮), পিপাসার জলসত্র (২০১০) এবং প্রবন্ধ : এই বদ্বীপের কবিতাকৃতি (২০০৯)। সম্মাননা : ‘পুঠিয়া সাহিত্য পরিষদ পদক ২০০০', ‘চিহ্ন সম্মাননা ২০১১' এবং পশ্চিমবাংলার জলপাইগুড়ি হতে ছােটকাগজ দ্যোতনা ও সৃষ্টি মাইম থিয়েটার কর্তৃক সম্মাননা স্মারক ২০১১।