মাহফুজ রহমান
মাহফুজ রহমান বাংলাদেশি লেখক, অলংকরণশিল্পী এবং সাংবাদিক। আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অ্যানিমেশন শর্টফিল্ম তৈরি করে। মূলত শিশু–কিশোরদের জন্য লেখেন। গল্পের পাশাপাশি ছড়াও তাঁর বড় ভালোবাসার ক্ষেত্র। বর্তমানে প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত। শিশুদের জন্য ক্রোড়পত্র ‘গোল্লাছুট’ সম্পাদনা করছেন। এর আগে সম্পাদনা করেছেন জনপ্রিয় রম্য ক্রোড়পত্র ‘রস+আলো’। একুশে বইমেলা ২০২০–এ প্রকাশিত হয়েছে তাঁর লেখা ও আঁকায় ঝলমলে বই ‘গুল্টু’।