Skip to Content
Filters

author.name

মাহবুব নাহিদ

মাহবুব নাহিদ কৃষিতে অনার্স, মাস্টার্স, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। কীর্তনখোলা পাড়ের জেলা বরিশালে বেড়ে উঠেছেন তিনি। ছোটোবেলা থেকেই চঞ্চল আর ডানপিটে ছিলেন। পড়াশোনার চেয়ে সৃজনশীল কাজগুলোই তার মাথায় ঘুরপাক খেতো বেশি। ষষ্ঠ শ্রেণিতে থাকতে আবৃত্তি করে অবাক করে দিয়েছিলেন বরিশালের শহীদ মিনারের সবাইকে। দশম শ্রেনিতে থাকতেই তার রচনা, পরিচালনায় হয়েছে মঞ্চ নাটক। এরপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। লিখেছেন আর বলেছেন। দুইদিকেই চলেছেন সমান গতিতে। সকল অনিয়মের বিপক্ষে, নিয়মের পক্ষে কলম ধর‍তে তিনি সর্বদা প্রস্তুত। স্বপ্ন দেখেন একজন কলমযোদ্ধা হবার, যে কলম মেহনতি মানুষের কথা বলে, লড়াই সংগ্রামের কথা বলে।