Skip to Content
Filters

author.name

মাহবুব রেজা

মাহবুব রেজা জন্ম: ১৫ই নভেম্বর ১৯৬৯, পুরান ঢাকা। শামুকের মতো ঘরবাড়ি পিঠে করে বয়ে বেড়ানোর অভ্যাস কজনারই বা হয়। খুব অল্প বয়সে বাবা-মা মারা যাওয়ার পর বিচিত্র জীবনযাপনের ভেতর দিয়ে অতিক্রম করতে হয়েছে তাঁকে। কলেজে পড়ার সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি চিঠি বদলে দিয়েছিল এই লেখকের জীবনকে, 'এ জীবনে মাঝে মাঝে হতাশা আসেই। কিন্তু তার কাছে হার স্বীকার করতে নেই। বেঁচে থাকার সার্থকতা একটাই, শুধু বেঁচে থাকা। প্রথম গল্প ইত্তেফাকের কচিকাঁচার আসরে ১৯৮৭ সালে ছাপা হয়। সমসাময়িকদের তুলনায় কম লেখেন তবে যা লেখেন তা হয়ে ওঠে গল্পেরও গল্প। তাঁর গল্পে জীবনের গন্ধ থাকে। দেখার বিচিত্র অভিজ্ঞতা তাঁর লেখায় বারবার দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়া ফেলে। নির্বিকার দৃষ্টিতে জীবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার দুঃসাহস রাখেন এই শক্তিমান গল্পকার। ব্যক্তিগত জীবনে সর্বংসহা স্ত্রী, কন্যা অথই আর পুত্র রিদ্য-কে নিয়ে সংসারী হওয়ার প্রাণান্তকর চেষ্টা! লেখক হিসেবে বই পড়ার চেয়ে মানুষের মুখ পড়াকে গুরুত্ব দেন বেশি।