Skip to Content
Filters

author.name

মাহবুব সাদিক

মাহবুব সাদিক (২৫শে অক্টোবর ১৯৪৭), জন্ম টাঙ্গাইলের আইসড়ায়। সা’দত কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন। পিএইচ.ডি. করেছেন বুদ্ধদেব বসুর কবিতার বিষয়ে। প্রথম জীবনে যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে। শোষিত মানুষের জন্য লড়েছেন। একাত্তরে করেছেন মুক্তিযুদ্ধ। ষাট দশকের গোড়া থেকেই কবি হিসেবে খ্যাতি; কবিতা ছাড়াও লিখেছেন ছোটগল্প, উপন্যাস, ছড়া, কিশোর কবিতা ও উপন্যাস এবং প্রবন্ধ। মাহবুব সাদিকের প্রকাশিত গ্রন্থসংখ্যা পঁয়ত্রিশেরও বেশি। একালের অন্যতম গুরুত্বপূর্ণ কবিরূপে চিহ্নিত মাহবুব সাদিক বাংলা একাডেমী পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত।