মাহমুদ উল আলম
মাহমুদ উল আলম সাহিত্যিক ছদ্মনাম : আকাশ মাহমুদ। জন্ম : ২০ নভেম্বর, ১৯৫৩। মধ্যম মঘাদিয়া, মিরসরাই, চট্টগ্রামে। বিজ্ঞান বিভাগে ১৯৬৯ সালে মিরসরাই পাইলট হাই স্কুল থেকে। মাধ্যমিক এবং ১৯৭২ সালে নিজামপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৭৪ খ্রিষ্টাব্দে বিএ (অনার্স) এবং ১৯৭৫ খ্রিষ্টাব্দে এমএ ডিগ্রি লাভ। ১৯৯৮ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন। ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা কোরে কমিশনলাভ। ২০০৯ সালে লে. কর্নেল পদমর্যাদায় অবসরপ্রাপ্ত। শিক্ষাজীবন শেষে প্রথমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারি জনসংযােগ অফিসার এবং পরে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান প্রযােজক পদে কাজ করেছেন। ছাত্রজীবনে তৎকালীন দৈনিক বাংলা পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা এবং ফিচারলেখক হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি অধ্যয়নমনষ্ক, অনুসন্ধিৎসু এবং সৃজনশীল। এ যাবৎ তার ৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন সংকলন, জার্নাল ও সাময়িকীতে তাঁর কয়েকটি ব্যতিক্রমি ও পথিকৃৎমূলক প্রবন্ধও প্রকাশিত হয়েছে। বাংলাসাহিত্যের অন্যান্য শাখায় যুদ্ধকেন্দ্রিক বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের প্রভাব-প্রক্ষেপ সম্পর্কিত গবেষণার পরিকল্পনা রয়েছে। তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সােসাইটি, বাংলাদেশসহ অনেক সাহিত্যিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানের জীবনসদস্য। নিয়মিত গলফ খেলেন।