মাহমুদ খুরশিদ
মাহমুদ খুরশিদ ছড়া দিয়ে লেখালেখির আঙিনায় প্রবেশ; তারপর লিখেছেন কবিতা ও প্রবন্ধ, তবে সংগীতাঙ্গনে সুপরিচিত তিনি গীতিকবি হিসেবে। তাঁর রচিত অনেক গানই তিরিশ বছর ধরে শ্রোতামুগ্ধ। বাংলা ব্যান্ডসংগীতের বেশকিছু কালজয়ী গান, যেমন‘মাইলস’-এর ফিরিয়ে দাও, ধিকিধিকি, জ্বালাজ্বালা, নীলা, স্বপ্নভঙ্গ, হৃদয়হীনা, জাদু, তুমি নাই, পারি না বােঝাতে, নতুন ভাের; ‘ওয়ারফেজ’-এর ধূপছায়া, আশা, মৌনতা; ফিডব্যাক-এর উড়উড় মনটা, জয় হােক, নিঝুম রােদে গানগুলাের গীতিকার মাহমুদ খুরশিদ। মেহরীন বা আঁখী আলমগীরসহ আরও অনেকেই তার লেখা গান কণ্ঠে তুলে নিয়েছেন। পেশায় ব্র্যান্ড ও মার্কেটিং জন। দেশের নামিদামি প্রতিষ্ঠান ও ব্রান্ডের সঙ্গে তার নিত্য বসবাস। শুধু অফিস করেই ক্ষান্ত নন তিনি, ব্র্যান্ড ও মার্কেটিং নিয়ে লিখে চলেছেন নিয়মিত। ব্রান্ডিং এবং বাস্তবতা, ব্র্যান্ডকাহন ইত্যাদি সেই লেখালেখিরই সংকলন। বিজ্ঞানের অবাক বিস্ময় রােবট, চাঁদে হবে বসত বাড়ি, প্রাণের খোজে মঙ্গলে, অভিযানের নেশায় ইত্যাদি তার লেখা কিশাের বিজ্ঞান গ্রন্থ। ধিকিধিকি আগুন জ্বলে-একটি উপন্যাস। আরও রয়েছে। ছড়াগ্রন্থ হিপ হিপ হুররে। সাবলীল ও সহজ সরল রচনাশৈলীতে লিখে চলেছেন প্রেমাবেগ, বিমূর্ততা, মানবিকতাকে প্রতিপাদ্য করে নিজস্ব কবিতা। মাহমুদ মকর রাশির জাতক । জন্ম তারিখ- ডিসেম্বর