মিলটন কুমার দেব
মিলটন কুমার দেব জন্ম ১৯৭৮ সালে। পিতা স্বর্গীয় শচীন্দ্র দেব, মাতা পুতুল দেব। ইতিহাস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইউজিসি পিএইচডি ফেলাে মনােনীত হয়ে তিনি গবেষণা করেছেন এবং কৃতিত্বের সাথে। ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে ড. দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষক। পাশাপাশি অতিথি শিক্ষকরূপে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক, ইবাইস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। ইতিহাস, সভ্যতা, রাজস্ব-অর্থনীতি, কৃষক অসন্তোষ, উপনিবেশিক শাসন, ধর্ম-মানবতাবাদ ও রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবান্দোলন বিষয়ে তার লিখিত বহু প্রবন্ধ গবেষণা জার্নাল ও পত্রিকায়। প্রকাশিত হয়েছে। History of Bangladesh : _1905-2005 (২০১৪), প্রতিরােধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস (২০১৭) ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার : জীবন ও কর্ম (২০১৯) তাঁর রচিত উল্লেখযােগ্য গ্রন্থ