মিস শেফালি
আরতি দাস যিনি মিস শেফালী নামেই বহুল পরিচিত (১৯৪৪ - ৬ ফেব্রুয়ারি ২০২০) একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য স্বীকৃত ছিলেন। তিনি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সাথে প্রতিদ্বন্দ্বী ও সীমাবদ্ধর মতো ধ্রুপদী কাজ করেছিলেন। তিনি ক্যাবারেটের রাণী হিসাবে পরিচিত।