মিহির চৌধুরী
মিহির চৌধুরী প্রবীণ সাহিত্যসেবী। জন্ম বাংলাদেশের সিলেট জেলায় সম্ভান্ত পরিবারে। পিতা ছিলেন খ্যাতনামা শিক্ষাবিদ। মধ্য যৌবনে চাকরির সুবাদে আসামে আগমন। সাংস্কৃতিক জগতের সংস্পর্শে আসেন। গল্প – উপন্যাসও লেখেন। তবে সুদুর আসামে থাকায় পরিচিতি ব্যাপ্তি পায়নি। পরবর্তী পর্যায়ে, বয়স যখন গড়িয়েছে, চলে এলেন কলকাতায় এবং এতদিনে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন এই ব্যতিক্রমী উপন্যাসটি লিখে।