মীর রায়হান আলী
মীর রায়হান আলী জন্ম ফরিদপুর জেলা শহরের নিকটবর্তী কুমার নদীর পাড়ের একটি বর্ধিষ্ণু গ্রাম বাখুন্ডায়, যাটের দশকের মাঝামাঝি সময়ে। বাল্যকালের অধিকাংশ সময় সেখানেই কেটেছে। সত্তরের দশকের মাঝামাঝিতে পল্লীর শিকড় ছিড়ে তার শহরে চলে আসা। জীবনের অনেকটা সময় কেটেছে ফরিদপুর শহরে, এখন ঢাকায় তিনি পড়াশােনা করেছেন অর্থনীতি বিষয়ে। অর্থনীতিতে অনার্সসহ মাস্টাস ডিগ্রী অর্জন করার পর ১৯৯০ সাল হতে প্রায় সাড়ে তিন বছর দেশের খ্যাতনামা অর্থনীতিবিদদের সাথে দেশের মুক্তিযুদ্ধসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের উপর গবেষণা কাজের সহযােগি হিসাবে কাজ করেছেন। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যােগদান করেন। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এ কমরত আছেন। তার মানব সম্পদ ব্যবস্থাপনা ও এমআইএস এর উপর দেশে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ রয়েছে। মীর রায়হান আলীর লেখালেখিতে হাতেখড়ি স্কুল জীবন থেকেই। তিনি একসময় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন। পত্রিকায় কলাম ও বিষয় ভিত্তিক প্রবন্ধ লিখতেন। তার প্রথম উপন্যাস কুমার পাড়ের উপাখ্যান। ‘আমার শৈশব আমার দেখা মুক্তিযুদ্ধ’ তার দ্বিতীয়। উপন্যাস।