Skip to Content
Filters

author.name

মুনতাসির মামুন (ভ্রমণ)

মুনতাসির মামুন জন্ম বগুড়ায় ১০ নভেম্বর ১৯৮২ সালে। পড়াশুনা করেছেন ঢাকার ধানমণ্ডি গভঃ বয়েজ হাই স্কুল, নটরডেম কলেজ এবং গাজীপুরের ইসলামিক ইউনিভাসিটি অব টেকনোলজিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রিনিকস ইঞ্জিনিয়ারিং এ। ওশান কনজারভেন্সি এবং ব্যান্‌ফ মাউন্টেন ফিল্ম ফ্যাস্টিভাল ওয়ার্ড ট্যুর-এর বাংলাদেশ সমন্বয়ক। ভ্রমণ, অভিযান এবং পরিবেশ নিয়ে লেখালেখি দুই দশকের বেশি সময় ধরে। পরিবেশ নিয়ে গবেষণা এবং গণসচেতনতার জন্য ওয়ার্ল্ড ব্যাংক-এর ‘‘কানেক্ট ফর ক্লাইমেট” পুরস্কার, বৃটিশ কাউন্সিলের ‘‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন” পুরস্কার, আলোকচিত্রী হিসেবে আইইউসিএন-এর ‘‘বায়োডাইভারসিটি ইন ফোকাস”, ‘ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি’ পুরস্কার লাভ করেছেন। আজীবন স্কাউট এবং বাংলাদেশ ট্রাভেল রাইটারস অ্যাসোসিয়েশনের সভ্য। দেশে এবং বিদেশে তাঁর আলোকচিত্র প্রর্দশনীর সংখ্যা ছয়টি। পর্বতারোহণ নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর বই দুটি। এভারেস্ট (২০০৫), দ্য টার্টেল নেক (২০০৮)।