Skip to Content
Filters

author.name

মুনীর আহমেদ

মুনীর আহমেদ জন্ম ১৯৫০, ১ জানুয়ারি । ফেনী জেলা সদরের ছােট ধলীয়া গ্রামে। বুয়েট '৭০-এর ব্যাচ। ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশােনার পর স্বল্পকালীন শিক্ষকতা করে বাংলাদেশ সিভিল সার্ভিস টেলিকম ক্যাডারে। বিভিন্ন পদে চৌত্রিশ বছর চাকরি করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিযােগাযােগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার, একইসাথে পদাধিকার বলে বেতার তরঙ্গ ব্যবস্থাপনায় জাতীয় কমিটির চেয়ারম্যান এবং সার্ক দেশসমূহের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বেতার তরঙ্গ ব্যবস্থাপনা স্টাডিগ্রুপের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি) এবং কমনওয়েলথ টেলিকম অর্গানাইজেশন (সিটিও)-এর রিসাের্স পারসন হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপে কারিগরি প্রবন্ধ এবং বিশ্ব টেলিযােগাযােগ দিবসের জাতীয় সেমিনারে বিভিন্ন সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। বাংলাদেশ টেলিযােগাযােগ নীতিমালা এবং বাংলাদেশ টেলিযােগাযােগ আইনের খসড়া প্রণয়নে বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে এবং মােবাইল ফোনের ট্যারিফ নির্ধারণে কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেছেন। বর্তমানে সৌরশক্তিসহ নবায়নযােগ্য শক্তি সংক্রান্ত কাজে বেসরকারি খাতে সম্পৃক্ত আছেন। স্ত্রী মুনাওয়ার সুলতানা, ছেলে তাফসির আহমেদ, মেয়ে আদিবা সানজানা এবং পুত্রবধূ সাদিয়া সুলতানাকে নিয়ে তাঁর পরিবার। শখ বই পড়া ও ভ্রমণ।